মাঠকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না রদ্রিগো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৮ জুন ২০২৪

কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে দেয়ালে পিঠ ঠেকে গেছে ব্রাজিলের। কোপা আমেরিকায় নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জিততেই হবে দরিভাল জুনিয়রের শিষ্যদের। আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের মতো দল মাঠের নানা অসঙ্গতির কথা সাংবাদিকদের সঙ্গে বললেও রদ্রিগো এই ড্রয়ের পেছনে মাঠকে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ৬টি শট গোলমুখে নিলেও ৫টিই চলে যায় গোলবারের বাইরে দিয়ে। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের অন্যটি ব্লক করে দেন কোস্টারিকার ডিফেন্ডাররা।

ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার রদ্রিগো বলেন, ‘আমার মনে হয় না, মাঠকে অজুহাত হিসেবে দাঁড় করানো কিংবা তাদের লো লাইন নিয়ে কথা বলা উচিত। আমরা জানি, মাঠের পরিধি সম্পর্কে। আমরা সবাই সাধারণ মাঠে খেলে অভ্যস্ত। কিন্তু এখন সময় নয় এটি নিয়ে কথা বলার। আমরা ড্র করেছি, যা হারের সমান। তাই আমাদের উন্নতি করতে হবে।’

মাঠের আয়তন সম্পর্কে রদ্রিগো বলেন, ‘এটা খুবই কঠিন তবে অজুহাত নয়। কিন্তু মাঠের আয়তন আমাদের কাজটা আরোও কঠিন করে তুলছে। যদিও আমরা অনেক সুযোগ পেয়েছিলাম মাঠে। আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। আমরা যদি গোল করতে পারতাম, তাহলে জিনিসটা অন্যরকম হতো।’

ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার সকালে লাস ভেগাস স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

আরআর/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।