যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায়

‘গরমে মনে হচ্ছিল মরে যাচ্ছিলাম’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পিএম, ২৪ জুন ২০২৪

 

পানামার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানের জয়ে কোপা আমেরিকায় এবারের যাত্রাটা দারুণকভাবেই শুরু করেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের আবহাওয়া নিয়ে বেশ নাখোশ দলটির রক্ষণভাগের খেলোয়াড় রোনাল্ড আরাউহো।

ম্যাচের প্রথমার্ধ খেলার পর আর দ্বিতীয়ার্ধে খেলতে নামেননি আরাউহো। তার পরিবর্তে নামেন হোসে মারিয়া হেনিনেজ।

ম্যাচ শেষে এত গরমে খেলার প্রতি ক্ষোভ জানান আরাউহো। তিনি বলেন, ‘আমার মাথা ঝিম ধরে ছিল। রক্তচাপ কমে গিয়েছিল, যখন ড্রেসিং রুমে আসি। ডাক্তার সঙ্গে সঙ্গে আমাকে পানি খেতে দেন। আমি আর পারছিলাম না। এখানে গরম অত্যাধিক। আমি প্রায় মরেই যাচ্ছিলাম।’

গরমের কারণে আরাউহো বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি দুপুরের পরিবর্তে রাতে নেওয়ার জন্য অনুরোধ জানান।

আরআর/এমএইচ//

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।