নিষিদ্ধ হলেন স্পেনের রদ্রি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৪ জুন ২০২৪

দুই ম্যাচে জিতে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া ও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইতালিকে হারায় ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন দলটি।

তবে শেষ ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল দলটি। স্পেনের মাঝমাঠের কাণ্ডারি হিসেবে পরিচিত রদ্রিকে পাচ্ছে না তারা। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

মূলত উয়েফার নতুন নিয়মের কারণে এই নিষিদ্ধের গ্যাঁড়াকলে পড়েন রদ্রি। উয়েফার নিয়মানুযায়ী যেকোন দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন সেই খেলোয়াড়।

রদ্রি ইতালি ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন। এতে অবশ্য তার কিছুটা ভালও হয়েছে। পরের রাউণ্ডের ম্যাচে নির্ভার হয়ে খেলতে পারবেন তিনি।

আরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।