প্রথমার্ধে কোনো গোল পায়নি নেদারল্যান্ডস-ফ্রান্স
দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও ফ্রান্স। এমবাপেবিহীন ফ্রান্সকে পেলেও কোনো গোল পায়নি ডাচরা। অন্যদিকে মুহুর্মুহু আক্রমণ করলেও গোল বঞ্চিত ফ্রান্স।
ম্যাচের প্রথম মিনিটেই ফ্রিমপং এর শট হালকা আলতো ছোঁয়ায় বাইরে পাঠান মাইনান। ৪ মিনিটে গ্রিজম্যানের শট ভারব্রুগেন রুখে দেন।
১৪ মিনিটে আবারো গ্রিজম্যানের শট বাইরে দিয়ে চলে যায়।
১৭ মিনিটে গাকপোর শটকে দারুণভাবে রুখে দেন মাইনান। ২৮ মিনিটে আবারো গোলের সুযোগ পায় ফ্রান্স, কিন্তু থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে নিয়েও গোল পায়নি ফ্রান্স। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় তারা।
আরআর/জেডএইচ/