ডাকাতের মারধরে হাসপাতালে ইতালির সাবেক তারকা ব্যাজিও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২১ জুন ২০২৪

বৃহস্পতিবার রাতটি ভালো কাটেনি ইতালির সাবেক তারকা ফুটবলার রবার্তো ব্যাজিওর। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ইতালি আত্মঘাতী গোলে হেরেছে স্পেনের কাছে।

একই সময় এই সাবেক তারকার বাড়িতে হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। ডাকাতের মারধরে হাসপাতালে যেতে হয়েছে তিনটি বিশ্বকাপ খেলা এ ফরোয়ার্ডকে।

ইতালি ও স্পেনের ম্যাচ চলাকালীন আলতাভিলা ভিসেন্টিনায় ব্যাজিওর বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে। ডাকাতরা ঘরের মধ্যেই ব্যাজিও ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে সবকিছু নিয়ে যায়।

আটকে ফেলার আগে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেছিলেন ব্যাজিও। ওই সময় তিনি মারধরের শিকার হন। ডাকাতদের বন্দুকের বাটের আঘাতে আহত হন ব্যাজিও।

নগদ অর্থ, ঘড়ি, অলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে ডাকাতরা চলে যাওয়া পর কক্ষের দরজা ভেঙ্গে বের হয়ে নিরাপত্তা রক্ষীদের খবর দিলে তারা এসে আহত ব্যাজিওকে হাসপাতালে নিয়ে যান।

তার মাথার ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সে জন্য তারা ব্যাজিওর পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে এবং বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।