দোহায় জামাল ভূঁইয়াদের ফুলেল অভ্যর্থনা প্রবাসীদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৮ জুন ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে। দোহায় আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচটি খেলবে বাংলাদেশ। শুক্রবার ২৩ ফুটবলার নিয়ে কাতারে গেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

দোহা বিমানবন্দরে বাংলাদেশের ফুটবল দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশীরা। তারা ফুল, জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে বিমানবন্দরের উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুন নওমী দোহা থেকে জানিয়েছেন, শুক্রবার রাত ৯ টায় প্রথম সেশন অনুশীলন করবেন ফুটবলাররা।

১১ জুন বাংলাদেশের বিপক্ষে লেবাননের হোম ম্যাচ হলেও খেলা হবে কাতারের দোহায়। ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের কারণেই দোহাকে নিজেদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে লেবানন।

এর আগে বৃহস্পতিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচটি খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। অ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলে হারের পর হোম ম্যাচে মাত্র ২ গোলের পরাজয় আত্মবিশ্বাস বাড়িয়েছে তপু-রকিবদের।

লেবাবনের বিপক্ষে বাংলাদেশ হোম ম্যাচ ড্র করেছিল ১-১ গোলে। নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে ফিরতি ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায়। তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটায় কিছু অর্জন হবে ক্যাবরেরার দলের।

২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেবারই বৈরুতে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-০ ব্যবধানে। গত বছর জুনে বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল ক্যাবরেরার শিষ্যরা।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।