জাভিকে ‘অপমান’ করে ছাটাইয়ের যে ব্যাখ্যা দিলেন বার্সা সভাপতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৫ জুন ২০২৪

বার্সেলোনার কঠিন সময়ে ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। খেলোয়াড় হিসেবে ছিলেন কিংবদন্তি। কোচ হিসেবেও নিজের প্রথম পুরো মৌসুমে জেতান লা লিগা। এক মৌসুম পরই অবশ্য বদলে যায় প্রেক্ষাপট। নানা নাটকীয়তার পর বার্সেলোনা থেকে ছাটাই হতে হয়েছে জাভিকে।

গত মৌসুমের মাঝামাঝি সময়ে মৌসুম শেষে কোচ হিসেবে আর না থাকার কথা জানান জাভি। তবে তখন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার চাওয়া ছিল জাভি যেন দায়িত্ব চালিয়ে যান। শেষ অবধি সেটিতে রাজি হন জাভি। কিন্তু হুট করেই আবার বদলে যায় দৃশ্যপট।

জাভিকে বরখাস্ত করার কথা জানায় বার্সা। থেকে যাওয়ার অনুরোধ করার পর এমন সিদ্ধান্ত ক্লাবের কিংবদন্তির জন্য ‘অপমানের’ বলে মনে করেন অনেকে। এবার এর কারণ ব্যাখ্যা করেছেন লাপোর্তা। ‘বার্সা ওয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা স্বীকার করেছেন, মূলত ক্লাবের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেই চাকরি গেছে জাভির।

লাপোর্তা বলেন, ‘জাভি ভালো কাজ করেছে। সে সবচেয়ে কঠিন সময়ে ক্লাবের দায়িত্ব নিয়েছিল। গত বছর আমরা লা লিগা ও সুপার কাপ জিতেছি। এই মৌসুমে সবকিছু ভালোভাবে হয়নি, যখন অবধি জাভি বলেছে সে আর চালিয়ে যেতে চায় না। আমি তার সিদ্ধান্ত (কোচ না থাকার) মৌসুমের শেষে মেনে নিয়েছি। কারণ জাভি হৃদয় থেকে একজন কিউল, আমার মনে হয় মাঝ মৌসুমে কোচ বদলানোর চেয়ে এখনই ভালো হয়েছে।’

জাভি নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। যদিও তার এমন সিদ্ধান্তের পর ক্লাব ভালো খেলা শুরু করে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে, লিগেও হয় দ্বিতীয়। তাকে রাখার ও জাভিও থাকার সিদ্ধান্ত নেন। এরপর কী হয়েছে?

লাপোর্তা বলেন, ‘সে আমাকে বললো থাকবে। আমি জিজ্ঞেস করলাম, দলের প্রতি তার বিশ্বাস আছে কি না, সে বললো আছে। এরপর কী বদলেছে? তাকে দেখে মনে হয়নি চাপের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে। সংবাদ সম্মেলনে সে নিজের বক্তব্য বদলেছে, স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে মিটিংয়েও অনুরোধ করেছে (নতুন খেলোয়াড়ের)। এরপর আমার মনে হয়েছে স্কোয়াডে একটা নতুন কিছু দরকার।’

‘সবকিছুই আসলে চাপানো ছিল যখন জাভি কোচ হিসেবে চালিয়ে যাবে এমন সিদ্ধান্ত হয়। সে কিংবদন্তি, তার প্রবল আগ্রহই আমাদের তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। যখন সে ওই ধরনের বক্তব্য রাখলো, তার অনুরোধও বদলে গেলো। তখন স্পোর্টস ম্যানজেম্যান্ট পরিষ্কার ছবিটা দেখতে পাচ্ছিল না। আমারও মনে হয়েছিল সিদ্ধান্তটা নিতেই হবে। বোর্ডের ওই ক্ষমতা আছে, জাভিরও তার সিদ্ধান্ত নেওয়ার।’

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।