চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ এএম, ০৪ জুন ২০২৪

তিন বছরের মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র। গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের ফাইনাল জয়েও গোল করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদকে ১৫তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার বড় স্বীকৃতিও পেলেন। চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস।

ভিনিসিয়ুস এই মৌসুমে গোল করেছেন ৬টি, সঙ্গে ছিল ৫ অ্যাসিস্ট। ওয়েম্বলির ফাইনালে রিয়ালের ২-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

এদিকে চ্যাম্পিয়নস লিগে মৌসুমসেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন জুড বেলিংহাম। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশেও জায়গা পেয়েছেন রিয়ালের দুই তারকা।

ভিনিসিয়ুসের মতো বেলিংহামের মৌসুমটাও ছিল দুর্দান্ত। চ্যাম্পিয়নস লিগে ৪ গোল করার পাশাপাশি ছিল ৫ অ্যাসিস্ট। রিয়ালের মিডফিল্ডে তিনিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা।

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ
কোবেল (ডর্টমুন্ড, গোলরক্ষক), মাতসেন (ডর্টমুন্ড), হামেলস (ডর্টমুন্ড), রুডিগার (রিয়াল), কার্ভাহাল (রিয়াল), বেলিংহাম (রিয়াল), সাবিতজার (ডর্টমুন্ড), ভিতিনিয়া (পিএসজি), ভিনিসিয়ুস (রিয়াল), হ্যারি কেইন (বায়ার্ন), ফোডেন (ম্যানচেস্টার সিটি)।

এমএমআর/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।