ম্যানইউকে হারিয়ে আবারও শীর্ষে আর্সেনাল, শেষ ম্যাচে হবে নিষ্পত্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৩ মে ২০২৪

স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেসলিগা কিংবা ফরাসী লিগ ওয়ান- ইউরোপের সেরা ৫টি লিগের মধ্যে চারটিই নিষ্পত্তি হয়ে গেছে। কে চ্যাম্পিয়ন, সেটা নির্ধারণ হয়ে গেছে; কিন্তু শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগই এখনও নিশ্চিত হতে পারেনি, কে হবে চ্যাম্পিয়ন। পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, মৌসুমের শেষ ম্যাচে এসে নিষ্পত্তি হবে ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে কোন দল!

রোববার রাতে মুখোমখি হয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। সবাই তাকিছিলো এই ম্যাচের দিকে। এখানেই কী লিগ শিরোপা নিশ্চিত হবে, নাকি মৌসুমের শেষ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাবে? ম্যানইউ যদি কোনোভাবে আর্সেনালকে হারিয়ে দিতে পারে, তাহলে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ মোটামুটি নিশ্চিত।

কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে স্বাগতিক ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে এসেছে আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড একমাত্র জয়সূচক গোলটি করেন। সর্বশেষ ১৭বার ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে এসে এ নিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে গানাররা।

এই জয়ে ৩৭ ম্যাচ শেষে গানারদের পয়েন্ট দাঁড়ালো ৮৬। তারাই এখন শীর্ষে। ৩৬ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৫। আর্সেনালের বাকি ১ ম্যাচ, ম্যানসিটির বাকি ২ ম্যাচ। আর্সেনাল শেষ ম্যাচে মুখোমুখি হবে এভার্টনের এবং ম্যানসিটি খেলবে টটেনহ্যাম ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে।

আর্সেনালের চাওয়া এখন, যেভাবেই হোক ম্যানসিটি যেন টটেনহ্যামের সামনে হোঁচট খায়। সরাসরিই গানার ফুটবলাররা বলে দিচ্ছেন এটা। দলটির জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি তো এখন টটেনহ্যামের অনেক বড় সমর্থক হয়ে যাচ্ছি। এখন তাদের সাফল্যই চাচ্ছি আমরা।’

ম্যানইউ ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সেরা ম্যাচটি খেলতে পারিনি। তবে, পূর্ণ তিন পয়েন্ট প্রয়োজন ছিল। সেই তিন পয়েন্ট পেয়েছি, সে কারণে খুশি।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।