নটিংহ্যামকে হারিয়ে ইউরোপার সম্ভাবনা ধরে রেখেছে চেলসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১২ মে ২০২৪

প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা মৌসুমের মাঝপথেই হারিয়ে ফেলেছিলো চেলসি। তবে তাদের সর্বশেষ লড়াই এখন, আগামী মৌসুম যে কোনো একটি ইউরোপিয়ান লিগের জন্য যোগ্যতা অর্জন করা।

সে লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা একবারেই নেই। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে সেরা চারে থাকতে হবে। কিন্তু চেলসি তো সেরা ছয়েও নেই। সেরা ছয়ে থাকতে পারলে ইউরোপা লিগে খেলতে পারবে।

শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে চেলসি। তবে, ৬ নম্বরে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে চেলসির পয়েন্ট সমান ৫৭ করে। গোল ব্যবধানে এগিয়ে নিউক্যাসল। ৩৬টি করে ম্যাচ খেলেছে দুই দল।

লিগে বাকি এখনও দুই ম্যাচ। এই দুই ম্যাচে চেলসির চেষ্টা থাকবে ৬ষ্ঠ স্থান উদ্ধার করে ইউরোপা লিগে খেলার সুযোগ তৈরি করা। সে ক্ষেত্রে নিউ ক্যাসলকে হোঁচট খেতেই হবে। আপাতত সে সম্ভাবনা তৈরি হকে কি না সন্দেহ।

নটিংহ্যাম ফরেস্টের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ৮ মিনিটেই গোল করেন মাইখাইলো মাদ্রিক। কিন্তু ১৬ মিনিটেই সেই গোল পরিশোধ করে দেয় উইলি বলি। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় শেষ হয়ে যায়।

৭৪তম মিনিটে গিয়ে নটিংহ্যামকে এগিয়ে দেন কলাম হাডসন ওদোয়। পিছিয়ে পড়ে চেলসির যেন টনক নড়ে। যার ফলে ৮০তম মিনিটে রাহিম স্টার্লিং গোল করে ব্লুজদের সমতায় ফেরান। এর ২ মিনিট পরই নিকলাস জ্যাকসন গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।