এসিড হামলায় ঝলসে গেলেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১১ মে ২০২৪

মালয়েশিয়ার ফুটবলার ফয়সাল হালিমকে এসিড হামলা করা হয়েছে। এতে তার শরীরের অনেকখানি অংশ ঝলসে গেছে। তবে অস্ত্রোপচার করার পর তার অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির নিউজ এজেন্সি বার্নামা।

গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ায় ফুটবলারদের উপর এসিডের সিরিজ হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ফয়সালের উপরও হামলা চালানো হয়।

এসিড হামলায় মারাত্মক জখম হন ফয়সাল। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে, শরীরে পোড়ার মাত্রা বেশি হওয়ার কারণে হাঁটতে ও কথা বলতে পারছিলেন না ফয়সাল। তবে অস্ত্রোপচার করার তিনি কিছুটা হাঁটতে পারছেন এবং কথাও বলতে পারছেন।

মালয়েশিয়ার পেশাদার ফুটবল ক্লাব সেলানগর এফসির হয়ে খেলেন ফয়সাল। ক্লাবটির ডেপুটি প্রেসিডেন্ট শাহরিল মোক্তার জানিয়েছেন, ফয়সালের শরীরে তিন ঘণ্টা যাবৎ অস্ত্রোপচার করা হয়।

শাহরিল বলেন, ‘আমি শুনেছি আজ সকালে সে রুমে হাঁটতে শুরু করেছে এবং নিজে নিজে বাথরুমে গেছে। এটি একটি ইতিবাচক উন্নতি। সে বাড়িতে যেতে চায়।’

সিরিজ হামলার আতঙ্কে পরে ক্লাবটির একটি ম্যাচও বাতিল করে দেয় ফুটবলাররা। তবে খুব শীঘ্রই সতীর্থ ফয়সাল সুস্থ হয়ে উঠব্নে বলে আশা করছেন তারা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।