নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে আবার ভুটানে বিদ্যুৎ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৯ মে ২০২৪

প্রথম বাংলাদেশি কোচ হিসেবে গত বছর বিদেশি কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে ভুটান গিয়েছিলেন আজমল হোসেন বিদ্যুৎ। ‘এ’ লাইসেন্সধারী এই কোচ ভুটানের প্রিমিয়ার লিগের ক্লাব থিম্পু রেভেন এফসির ডাগআউট সামলেছিলেন।

নতুন ক্লাবের প্রধান কোচ হয়ে বৃহস্পতিবার আবার ভুটান গেছেন জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার। এবার তিনি প্রধান কোচ হয়েছেন প্রিমিয়ার লিগের নবাগত দল দাগা ইউনাইটেডের। শনিবার শুরু হচ্ছে লিগ। দাগা ইউনাইটেডের প্রথম ম্যাচ সোমবার পারোর বিপক্ষে।

থিম্পু পৌঁছে আজমল হোসেন বিদ্যুৎ জাগো নিউজকে বলেছেন, ‘স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টার দিকে এখানে পৌঁছেছি। শনিবার লিগ শুরু। পরের দিনই আমাদের ক্লাবের খেলা। নতুন ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়ে আমার অনেক ভালো লাগছে।’

তার বাবা-মায়ের দেওয়া নাম ছিল বিদু। নারায়ণগঞ্জের প্রয়াত কোচ মোসলেহ উদ্দিন খন্দকার বিদ্যুৎ তাকে নতুনভাবে ‘বিদ্যুৎ’ নাম দিয়েছিলেন। আজমল হোসেন তাই ফুটবল অঙ্গনে বিদ্যুৎ নামেই পরিচিত।

১৯৯২-৯৩ মৌসুমে পাইওনিয়ার লিগের ক্লাব মাতুয়াইল উদয়ন সংঘের জার্সিতে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল বিদ্যুতের। ১৯৯৬ সালে আরামবাগ ক্রীড়া সংঘে নাম লিখিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু তার। এরপর ফরাশগঞ্জ, আবাহনী, আরামবাগ, মুক্তিযোদ্ধায় খেলেছেন।

২০০৭ সালে প্রফেশনাল ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর মুক্তিযোদ্ধায় খেলেছেন। ২০১৬ সালে ফেনী সকার ক্লাবের হয়ে শেষবারের মতো প্রিমিয়ার লিগ খেলেছেন। ২০১৭ সালে প্রথম বিভাগের দল স্বাধীনতা ক্রীড়া চক্রে কোচ কাম খেলোয়াড় হিসেবে ছিলেন। এরপর কোচিং লাইসেন্স করেছেন। প্রিমিয়ার লিগের ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এ মিডফিল্ডার।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা ব্রাদার্স ইউনিয়নের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন বিদ্যুৎ। ভুটানের ক্লাবের প্রস্তাব পাওয়ায় ব্রাদার্স ছেড়ে আবার পাহাড়ী দেশটিতে চলে গেলেন তিনি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।