মৌসুমের ৪র্থ হ্যাটট্রিক রোনালদোর, দুর্দান্ত জয় আল নাসরের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৫ মে ২০২৪

সৌদি প্রো লিগে মৌসুমের চতুর্থ হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে প্রো লিগে শনিবার রাতে আল ওয়েহদাকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আল নাসর।

৫ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এ নিয়ে সৌদি প্রো লিগে চলতি মৌসুমে ৩২টি গোল করেছেন। ২০১৮-১৯ মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ৩৪ গোল করে রেকর্ড বুকে শীর্ষে অবস্থান করছেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। তার চেয়ে ২ গোল পিছিয়ে রোনালদো। মৌসুমে এখনও চারটি ম্যাচ বাকি।

রিয়াদে অনুষ্ঠিত এই ম্যাচের ৫ম মিনিটেই গোলের সূচনা করেন রোনালদো। আল ওয়েহদার গোলরক্ষক মনির এল খাজোইর দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান রোনালদো। দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।

সাত মিনিট পরই দ্বিতীয় গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। মার্সেলো ব্রোজোভিকের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে গোলে করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভেতর থেকে আরও একটি শটে আল ওয়েহদার জালে বল জড়িয়ে দেন তিনি এবং দুর্দান্ত হ্যাটট্রিকটি পূরণ করেন।

এ নিয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেলো আল নাসর। আর রোনালদো, ডান পা-বাম এবং হেডে দুর্দান্ত তিনটি গোল উপহার দিলেন। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর এ নিয়ে ৪৫টি গোল হলো। ২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৫১টি গোল করেছিলেন তিনি।

রোনালদো ছাড়াও আল নাসরের হয়ে একটি করে গোল করেন পর্তুগিজ তারকা ওতাভিও, সেনেগালের তারকা সাদিও মানে এবং সৌদি তারকা মোহাম্মদ আল ফাতিল। এই জয়ের পরও শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলো আল নাসর।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।