মৌসুম শেষ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার, কোপা আমেরিকায় অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

ইনজুরিতে পড়ে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন চেলসির আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। অর্থাৎ ব্লুজদের হয়ে মৌসুমের বাকি ৬টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। কুঁচকির ইনজুরিতে ভুগছেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার। ফলে তাকে অস্ত্রপচার করতে হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘এনজো ফার্নান্দেজ আজ একটি কুঁচকির সমস্যায় সফল অস্ত্রোপচার করেছেন। তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাকে সাইডলাইনে রাখা হয়েছে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার কোভামে তার পুনর্বাসনের জন্য ক্লাবের মেডিকেল বিভাগের সঙ্গে থাকবেন।’

ফার্নান্দেজকে হারিয়ে দারুণ একটি ধাক্কাই খেয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের টেবিলে নবমস্থানে থাকা দলটি আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগে হয়তো খেলতে পারবে না। এদিকে আগামী শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে তাকে দলে পাবে না চেলসি।

এদিকে আগামী জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ল্যাটিন আমেরিকা ফুটবলের জমজমাট এই আসরেও অনিিশ্চিত হয়ে পড়েছেন ফার্নান্দেজ। তবে আর্জেন্টিনা আশা করছে, কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে পারবেন ফার্নান্দেজ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে অবদান রেখেছিলেন ফার্নান্দেজ। দারুণ পারফরম্যান্স দেখে পর্তুগালের ক্লাব বেনফিকো থেকে ফার্নান্দেজকে কিনে নেয় চেলসি।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।