৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ এপ্রিল ২০২৪

গত ১৯ এপ্রিল টানা ৪৪ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের ক্লাব ফুটবলে নতুন রেকর্ড করেছিল বেয়ার লেভারকুসেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছিল জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

কিন্তু গতকাল সোমবার রাতে বুন্দেসলিগার ম্যাচে লেভারকুসেনের সেই রেকর্ডগড়া জয়রথ থেমে যাওয়ার শঙ্কায় পড়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের থামাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের মূল সময়ে ১-০ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে সপ্তম মিনিটে (৯৭ মিনিটে) ডর্টমুন্ডের সেই গোল শোধ করে দেয় লেভারকুসেন। এতে ১-১ গোলে ড্র করে টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করলো জাবি অ্যালানসোর শিষ্যরা।

গতকাল কঠিন লড়াইয়ের পর ম্যাচের ৮১ মিনিটে আচমকা গোল পেয়ে যায় ডর্টমুন্ড। স্কোর করেন নিকলাস ফুলক্রাগ। আর লেভারকুসেনের হয়ে সেই গোল শোধ করেন জোসিফ স্টেনিসিক। ফ্লোরিয়ান উইর্টজের কর্নার থেকে গোল করেন তিনি।

গত সপ্তাহে ওয়ের্ডার ব্রেমানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতেছে লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ১২০ বছর পর বড় কোনো শিরোপা জিতলো অ্যালানসোর শিষ্যরা।

বর্তমানে ৩০ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৮০। আর অ্যাথেলেটিকো মাদ্রিদকে ৫-৪ ব্যবধারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৫৭। তাদের অবস্থান টেবিলে পঞ্চমস্থানে। একই সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বায়ার্ন।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।