চ্যাম্পিয়ন্স লিগ
ডর্টমুন্ডকে হারিয়ে সেমির পথে এগিয়ে অ্যাটলেটিকো
রক্ষণের ভুলের দায় হারেই চুকাতে হলো বরুসিয়া ডর্টমুন্ডকে। শেষ সময়ে লড়াইয়ে ফিরলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারতে হলো তাদের। এই জয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেলো অ্যাথলেটিকো।
ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটিনোয় ম্যাচের ৪ মিনিটেই অ্যাটলেটিকো এগিয়ে যায় আর্জেন্টাইন রদ্রিগো ডি পলের গোলে। ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেবর কোবেল বল দিয়েছিলেন ইয়ান ম্যাটসেনকে। ম্যাটসেন বল নিয়ন্ত্রণে ব্যর্থ হন। সেই সুযোগে তার কাছ থেকে বল ছোঁ মেরে কেড়ে নিয়ে গোল করেন ডি পল।
৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার সামুয়েল লিনো। এটিও ডর্টমুন্ডের রক্ষণভাগের ভুলে। লিনোকে কেউ মার্কিং করেননি। ফাঁকাতে বল পেয়ে ডান পায়ের টোকায় জালে জড়ান তিনি।
ম্যাচের শেষভাগে এসে অবশ্য লড়াইয়ে ফেরার আশা দেখছিল ডর্টমুন্ড। ৮১ মিনিটে এক গোল শোধ করেন ক্যানসারজয়ী সেবাস্তিয়ান হলা। কিন্তু শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়িয়ে হার এড়াতে পারেনি অতিথিরা।
এমএমআর/এমএস