শুরুতেই পিছিয়ে পড়ে ৪ গোল দিলো ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৬ এপ্রিল ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৪ গোল দিলো ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে ফিল ফোডেনের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল পেপ গার্দিওলার দল।

এবার ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলতে গিয়ে গোল হজম করে বসেছিল ৩ মিনিটেই। তারপর প্রতিপক্ষকে ৪ গোল দিয়ে ছাড়লো ম্যান সিটি। ম্যাচটি তারা শেষ করেছে ৪-২ ব্যবধানের বড় জয়ে।

শিরোপা লড়াইয়ের দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল আর আর্সেনালের সঙ্গে টানা দুই ম্যাচ ড্র করে চাপে ছিল ম্যান সিটি। তবে আজকের (শনিবার) জয়ে তারা আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩০ ম্যাচে ৭০।

ঘরের মাঠে তৃতীয় মিনিটে জন-ফিলিপে মাতেতার গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। এরপরই তাদের ওপর নেমে আসে বিভীষিকা।

১৩ মিনিটে কেভিন ডি ব্রুইন সমতায় ফেরান ম্যান সিটিকে। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে রিকো লুইস ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করে আরলিং হালান্ড। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নিয়ে ব্যবধান ৪-১ করেন ডি ব্রুইন।

৮৬ মিনিটে অবশ্য ওদসোনে এদোয়ার্ড ক্রিস্টাল প্যালেসের হয়ে দ্বিতীয় গোলটি করেন। তবে শেষ পর্যন্ত বড় হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।