পিএসজি এমবাপেকে বসিয়ে রাখায় লাভ হচ্ছে ফ্রান্সের!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৯ মার্চ ২০২৪

কিলিয়ান এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আগামী মৌসুমে, এটা এখন প্রায় নিশ্চিত। পিএসজি যে তিনি ছেড়ে দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। যে কারণে ফরাসী এই সুপার স্টারকে এখন পুরো সময় আর একাদশে রাখেন না কোচ লুইস এনরিকে।

গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে মাত্র তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন পিএসজি কোচ এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল সোসিয়েদাদ, ফ্রেঞ্চ কাপে নিসে এবং লিগ ওয়ানে মন্তেপিয়েরের বিপক্ষে পুরো সময় খেলার সুযোগ পেলেও বাকি ম্যাচগুলোকে হয়তো শুরুর একাদশে তাকে রাখা হয়নি কিংবা ম্যাচের মাঝপথে তুলে নেয়া হয়েছে।

এমবাপেকে পিএসজির পুরো সময় না খেলানোয় অন্যদিকে লাভ হচ্ছে বলে জানালেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম। তার মতে, এমবাপের পুরোপুরি ম্যাচে না খেলার অর্থ, ফ্রান্স লাভবান হচ্ছে এতে। এটা ফ্রান্সের জন্য শুভ সংবাদ। দেশম মনে করেন, ‘এমবাপের পুরো সময় মাঠে না থাকার কারণে আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রেশ এমবাপেকে পাওয়া যাবে।’

এমবাপের ম্যাচ খেলার সময় সম্পর্কে দিদিয়ের দেশমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘একটি বড় প্রতিযোগিতার আগে শারীরিকভাবে সুস্থ থাকা, ফ্রেশ থাকা একজন খেলোয়াড়ের জন্য খুবই জরুরি। প্রায় সময়ই দেখা যায়, পুরো একটি মৌসুম শেষে যখন ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে আসে, তখন তাদেরকে খুবই ক্লান্ত দেখায়। আর এই ক্লান্তি যদি কোনোভাবে একটু কমানো যায়, তাহলে সেটা অনেক ভালো।’

২৩ মার্চ জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে ফ্রান্স। ওই ম্যাচ নিয়েই মূলত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

মৌসুম শেষে এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অর্থ হবে, আগামী প্যারিস অলিম্পিকে এমবাপের ফ্রান্সের হয়ে না খেলা। কারণ, এরই মধ্যে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলের কোচ থিয়েরি অঁরি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ এরই মধ্যে তাদের খেলোয়াড়দের অলিম্পিক গেমসের জন্য ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে।’

এ নিয়ে দিদিয়ের দেশম বলেন, ‘অলিম্পিক গেমস নিয়ে রিয়ালের অবস্থান সেকেলে ধরনের। তবে ব্যবসায়ী মাত্রই এমন ব্যক্তি, যারা নিজেরা সিদ্ধান্ত নেয়। যদি এটা ফিফা অফিসিয়াল সূচি না হয়, তাহলে এ ক্ষেত্রে তাদের অবস্থান ‘না’ হতে পারে। এ ক্ষেত্রে তাদের ‘না’ বলার অধিকার আছে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।