আজ মিয়ামির জার্সি পরতে পারবেন না মেসি ভক্তরা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৭ মার্চ ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএসে নতুন মৌসুমে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। তিন ম্যাচেই অপরাজিত তারা। ৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি। প্রতিপক্ষ ন্যাসভিলে এসসি। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাসভিলের জিওডিস পার্কে মেসিরা খেলতে নামবেন।

তবে, ইন্টার মিয়ামি সমর্থকদের জন্য দুঃসবাদ হলো, এই ম্যাচটি দেখার জন্য তারা মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে হাজির হতে পারবে না। ন্যাসভিলে কর্তৃপক্ষ ইন্টার মিয়ামি জার্সি পরে তাদের স্টেডিয়াম জিওডিস পার্কের বেশ কিছু জায়গায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

কেন এমন সিদ্ধান্ত নিলো নাসভিলে কর্তৃপক্ষ? তারা বলছে, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে শুধুমাত্র সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখে। শুধুমাত্র ইন্টার মিয়ামির জার্সিই নয়, কেউ মিয়ামির থিম কালারের সঙ্গে মিলিয়েও কোনো পোশাক পরে নির্দিষ্ট সেই জায়গাগুলোতে কেউ যেতে পারবে না।

মূলতঃ ন্যাসভিলের ওই মাঠে ইন্টার মিয়ামি সমর্থকদের সঙ্গে স্থানীয় ক্লাব সমর্থকদের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে। যা মারামারিতে রূপ নিতে পারে। এ কারণেই মূলত ন্যাসভিলে এসসি নির্দিষ্ট ওসব জায়গাতে ইন্টার মিয়ামি সমর্থকদের জার্সি বা একই রঙের পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।