চ্যাম্পিয়ন্স লিগ
বিদায়ের আগেও উজ্জ্বল এমবাপে, পিএসজিকে তুললেন কোয়ার্টারে
চলতি মৌসুমের পর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলবেন না, সেটি আগেই জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। তবে যাওয়ার আগেও দলের জন্য সর্বস্ব উজাড় করে খেলছেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা। দ্বিতীয় লেগে জোড়া গোল করে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একাই টেনে তুলছেন এমবাপে।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে জিতে আগেই এগিয়ে ছিল পিএসজি। ফিরতি লেগে ফ্রান্সের ক্লাবটি জিতেছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পিএসজি।
গতকাল মঙ্গলবার সোসিয়েদাদের মাঠে ১৫ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় পিএসজি বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নিজের দ্বিতীয় গোল করেন করেন এমবাপে। তার ৫৬ মিনিটের গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। এরপর ম্যাচের শেষ সময়ে ৮৯ মিনিটে দুই লেগের একমাত্র গোল করে সোসিয়েদাদ। দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।
এই নিয়ে ১৫ আসরে চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্বে পিএজির হয়ে ১১ গোল করলেন এমবাপে।
ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘আমরা তখনই জানতাম যে আমরা ঘুমাতে পারব না। যদি তারা আগে গোল (প্রথম লেগে) করে ফেলতো, তাহলে তাদের ভক্তদের সমর্থনে এগিয়ে যেতে পারতো। আমাদের শুরুতেই তাদের আশাহত করতে হতো। আমরা সেটাই করেছি এবং কোয়ার্টার ফাইনালে উঠে আমরা খুব খুশি।’
এমএইচ/এএসএম