পেনাল্টি-লালকার্ডের ম্যাচে আবাহনীর বিপক্ষে ড্র মোহামেডানের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা, কুমিল্লা, গোপালগঞ্জ কিংবা ময়মনসিংহ-মোহামেডান ও আবাহনীর লড়াই যেখানেই হোক, সেখানেই উত্তাপ ছড়ায়। আজ শুক্রবার যেমন উত্তাপ ছড়ালো ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।

দেশের দুই জনপ্রিয় ক্লাবের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। চার গোল, দুটি পেনাল্টি এবং লালকার্ডের ম্যাচ উত্তেজনা ছড়িয়েছিল মাঠ থেকে ডাগআউট ও গ্যালারিতে।

১০ দিন আগে গোপালগঞ্জে দুই দল মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের গ্রুপ-ম্যাচে। পিছিয়ে পড়েও চার মিনিটের ঝড়ে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। গোপালগঞ্জের সেই হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল আবাহনী। এক পর্যায়ে ২-০ গোলে লিডও নিয়েছিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

কিন্তু ইদানিং আবাহনীর বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে প্রত্যাবর্তনের দারুণ গল্পও লিখছে মোহামেডান। সে ধারাবাহিকতায় এ ম্যাচেও ২ গোলে পিছিয়ে পড়ে তারা মাঠ ছেড়েছে ড্র করে।

প্রথম আক্রমণেই মোহামেডানের জাল কাঁপিয়ে দেয় আবাহনী। দ্বিতীয় মিনিটে বাম দিক থেকে ব্রাজিলিয়ান ব্রুনো রোকার ফ্রি-কিক সরাসরি জড়িয়ে যায় জালে। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস। এরপর জোড়া পেনাল্টি পায় মোহামেডান। দুটি স্পট-কিক কাজে লাগিয়ে মোহামেডানকে ম্যাচে ফেরান মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।

দ্বিতীয় পেনাল্টি নিয়েই যত আপত্তি ছিল আবাহনীর। যাতে মাঠ, ডাগআউট এবং গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছিল। রেফারি লালকার্ড দেখান আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলামকে। এ ঘটনায় খেলা বন্ধ থাকে কিছু সময়।

মোহামেডান প্রথম কর্নার পেয়েছিল ৬৮ মিনিটে। আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম বক্সে ফাউল করেছিলেন মোহামেডানের এমানুয়েল সানডেকে। ৮৭ মিনিটে দ্বিতীয় পেনাল্টির কারণ ছিল হ্যান্ডবল। দিয়াবাতের লক্ষভেদে সমতায় ফেরে মোহামেডান। ড্র করে একমাত্র অপরাজিত দল হিসেবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করলো সাদাকালোরা।

৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলো মোহামেডান। আবাহনী তিনে ১৫ পয়েন্ট নিয়ে।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।