ফেডারেশন কাপ

কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

জটিল সমীকরণ মিলিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো জানতে পারলো প্রতিপক্ষের নাম। মঙ্গলবার মোহামেডান-আবাহনী এবং চট্টগ্রাম আবাহনী-ব্রাদার্স ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপপর্বের খেলা। ১০ দলের টুর্নামেন্টের গ্রুপ থেকে বাদ পড়েছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স।

মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারানোয় গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে এক নম্বর হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত ২ এপ্রিল গোপালগঞ্জে।

১৬ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের সঙ্গে। এ ম্যাচটি হবেও গোপালগঞ্জে। ২৩ এপ্রিল গোপালগঞ্জে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি এবং ৩০ এপ্রিল শেষ কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীর মুখোমুখি হবে ফর্টিস এফসির।

কোয়ার্টার ফাইনাল
২ এপ্রিল ২০২৪ : মোহামেডান-শেখ রাসেল (গোপালগঞ্জ)
১৬ এপ্রিল ২০২৪ : বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ (গেপালগঞ্জ)
২৩ এপ্রিল ২০২৪ : শেখ জামাল-পুলিশ এফসি (গোপালগঞ্জ)
৩০ এপ্রিল ২০২৪ : আবাহনী-ফর্টিস এফসি (কিংস অ্যারেনা)

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।