বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন ফেনী পৌরসভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী পৌরসভা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বিকালে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বিজয়ী দুই দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) ফাহমিদা হক, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন রশিদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

Feni

এছাড়াও অতিথি ছিলেন জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস‍্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, ক্রীড়া সংস্থার সদস‍্য আবুল কালাম পাটোয়ারী, তৌহিদুল ইসলাম তুহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ‍্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব, সদস‍্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

বালিকা বিভাগের ফাইনালে ফেনী পৌরসভা দল ৩-০ গোলে সোনাগাজী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে ফেনী পৌরসভা দল ১-০ গোলে সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ফেনী পৌরসভার ফুটবল দলসহ জেলার ৭টি বালক দল ও ৭টি বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টের বালক ও বালিকা দল থেকে ১৮ জন করে মোট ৩৬জনকে বাছাই করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন‍্য দল গঠন করা হবে।

ফেনী প্রতিনিধি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।