এবার এগিয়ে গিয়েও হোঁচট বার্সার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৭ ডিসেম্বর ২০২৩

বার্সেলোনাকে যেন শনির দশা পেয়ে বসেছে। জয় কিছুতেই হাতে ধরা দিচ্ছে না লা লিগার ক্লাবটির। এবার ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

এতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিন দিন আগে ‘অখ্যাত’ অ্যান্টওয়ার্পের মাঠে ৩-২ গোলে হেরে যায় বার্সা। তার আগে জিরোনার কাছে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছিল ৪-২ ব্যবধানে।

ওই দুই ম্যাচেই আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বার্সা। এবার আর তেমন হয়নি। ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে ফিরতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ম্যাচে ভুরি ভুরি সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা। যার খেসারত দিতে হয়েছে তাদের। অথচ ৫৫ মিনিটে হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ৭০ মিনিটে সমতা ফেরান ভ্যালেন্সিয়ার উগো গুইলামোন। এরপর অনেক চেষ্টা করেও বার্সা আর এগোতে পারেনি।

১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এবারের মৌসুমে চমক দেখানো জিরোনা। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভ্যালেন্সিয়া।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।