বেনজেমার গোলেও হার, ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ইত্তিহাদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আগের মৌসুমে ক্লাব বিশ্বকাপজয়ী ফুটবলার করিম বেনজেমার। গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিলেন ফরাসি এই তারকা। কিন্তু এবার ক্লাব বদলেছে বেনজেমার। সে সঙ্গে বদলেছে ভাগ্যও।

ঘরের মাঠ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মিসরীয় ক্লাব আল আহলির মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ক্লাব আল ইত্তিহাদ। এই ম্যাচে নিজে একটি গোল করলেন। একটি পেনাল্টিও মিস করলেন করিম বেনজেমা। যার ফলে আল আহলির কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আল ইত্তিহাদের।

আগামী সোমবার সেমিফাইনালে আফ্রিকান ক্লাব আল আহলি মুখোমুখি হবে কোপা লিবার্তোদেরেস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লমিনেন্সের।

ম্যাচের ২১তম মিনিটে গোলের সূচনা করেন আল আহলির আলি মালউল। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ৫৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন হুসেইন এল শাহাত। ৬২তম মিনিটে তৃতীয় গোল করেন এমাম আশৌর।

খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০তম মিনিটে) ১০ জনের দলে পরিণত হয় আল আহলি। এ সুযোগে ইনজুরি সময়ে (৯০+২) গোল করে ব্যবধান কমান করিম বেনজেমা। এর আগে একটি পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি তিনি। আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনওয়ারি দারুণ দক্ষতায় বেনজেমার শট ফিরিয়ে দেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।