ভারতে বাজে রেফারিংয়ের বলি কিংস

এএফসি কাপ পেজ থেকে ম্যাচ হাইলাইটস উধাও!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

এএফসি কাপে আবারও স্বপ্নভঙ্গ বসুন্ধরা কিংসের। সোমবার রাতে ভারতের মাটিতে তাদের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশের সেরা ফুটবল ক্লাবটি।

এতে করে দক্ষিণ এশিয়ার সেরা ক্লাব হয়ে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে বসুন্ধরা কিংসের।

কিন্তু হার নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা ওই ম্যাচের রেফারিং নিয়ে। স্বাগতিক দলকে সুবিধা দিতে রীতিমত পক্ষপাতমূলক আচরণ করেছেন রেফারিরা।

বিরতির বাঁশির কিছুক্ষণ আগে বিস্ময়করভাবে রেফারি কিংসের আশরর গফুরভকে সরাসরি লালকার্ড দেখান। যার ফলশ্রুতিতে ১০ জনের দলে পরিণত হয় কিংস। বিরতির পর বাকি সময় একজন কম নিয়ে খেলে কিংস ১-০ গোলে হেরে যায় ওড়িশা এফসির কাছে।

এএফসি কাপ পেজ থেকে ম্যাচ হাইলাইটস উধাও!

এই ম্যাচে রেফারির পক্ষপাতদুষ্ট আচরণে ক্ষিপ্ত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এশিয়ান ফুটবল কনফেডারেশনের পেজ এএফসি কাপে কালকের ম্যাচের পোস্টে রেফারিকে ধুয়ে দিয়েছেন অনেকে।

এরই মধ্যে দেখা গেলো ওই পোস্টে বসুন্ধরা কিংস ও ওড়িশা ম্যাচের হাইলাইটসটা নেই। গতকালকের অন্য ম্যাচগুলোর ভিডিও ঠিকই রয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপ ফেসবুক পেজ ছাড়াও ইউটিউবে এশিয়ান হাব নামে একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে ম্যাচের হাইলাইটস থাকলেও লাল কার্ডের অংশটি নেই। অথচ সেটিই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল।

এমন সব কাণ্ডে এই ম্যাচ ঘিরে এএফসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে জোরেসোরেই।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।