গোলের রেকর্ড গড়ে বায়ার্নকে জেতালেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৫ নভেম্বর ২০২৩

টটেনহ্যাম হটস্পার থেকে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি দামে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে কিনে আনার ফলটা প্রথম থেকেই পেতে শুরু করে বায়ার্ন মিউনিখ। একের পর এক গোল করে বায়ার্নকে জিতিয়ে যাচ্ছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতেও গোল পেলেন হ্যারি কেইন এবং রীতিমত রেকর্ড গড়ে বায়ার্ন মিউনিখকে জয় এনে দিলেন। কেইনের একমাত্র গোলে এফসি কোলোনের মাঠে গিয়ে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরে এসেছে বায়ার্ন। সে সঙ্গে দলকেও তিনি তুলে এনেছেন শীর্ষে।

মৌসুমের শুরুতে বুন্দেসলিগার সবচেয়ে ব্যায়বহুল ফুটবলার হিসেবে (১০০মিলিয়ন ইউরো) টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দেন কেইন। শুক্রবার রাতে গোল করে বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১৮ গোল করেন তিনি।

হ্যারি কেইন প্রথম ইংলিশ ফুটবলার যিনি বায়ার্ন মিউনিখে এক মৌসুমে ১৮টি গোল করলেন। এর আগে ১৭টি গোল করে এ তালিকায় শীর্ষে ছিলেন জ্যাডন সানচো এবং কেভিন কিগান।

এফসি কোলের মাঠে গিয়ে ম্যাচের ২০তম মিনিটেই গোল করেন হ্যারি কেইন। সেই গোলটিই হয়ে থাকলো ম্যাচের ফল নির্ধারনী। এই জয়ের ফলে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো বায়ার্ন। অপরাজিত থেকে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুসেন। এফসি কোলন এখনও পর্যন্ত ১২ ম্যাচে জয় পেয়েছে একটিতে এবং তারা রয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে।

ম্যাচের পর হ্যারি কেইন বলেন, ‘এটা ছিল সত্যি আমাদের জন্য আজ একটি অসাধারণ ম্যাচ। কেউ কেউ হয়তো ফলের দিকে তাকিয়ে খুব বেশি কিছু আশা করবে না। তবে, এটা ছিল সত্যিই সবার জন্য একটি অসাধারণ ম্যাচ।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।