বাংলাদেশ ম্যাচটা এত কঠিন করে দেবে ভাবিনি: লেবানন কোচ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩

শারজায় ফিলিস্তিনের বিপক্ষে ড্র করে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে দেশে ফেরার প্রত্যয় ছিল লেবাননের কোচ নিকোলা জুরসেভিচের।

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব টপকিয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচকেই পাখির চোখ করা লেবানন কোচ ঢাকা থেকে হতাশ হয়েই ফিরছেন। ৭৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের জন্য ম্যাচটা এত কঠিন করে দেবে, তা ভাবতেই পারেননি লেবানন কোচ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন এই সার্বিয়ান।

লেবানন কোচ বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ ভালো ফুটবল খেলবে, লড়াই করবে-এমনটাই ধারণা ছিল আমার। তবে তারা যে ম্যাচটাকে এত কঠিন করে দেবে সেটা ভাবতে পারিনি। আমি আমার খেলোয়াড়দের ওপর হতাশ। লিড নিয়েও তারা বেশিক্ষণ গোলটা ধরে রাখতে পারেনি।’

গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ছিল লেবানন। ওই ম্যাচেও দারুণ ফুটবল খেলেছিল বাংলাদেশ। শেষের দিকে কিছু ভুলে হেরেছিল ২-০ গোলে। ওই ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্য প্রসঙ্গে লেবানন কোচ বলেছেন, ‘গত সাফে বাংলাদেশকে দেখা গিয়েছিল, তার চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে তাদের খেলায়।’

মোরসালিনের সমতাসূচক গোলের প্রশংসা করে লেবানন কোচ বলেন, ‘প্রায় ২৫ গজ দূর থেকে সে যে গোল করেছে, তা কমই দেখা যায়। খুবই ভালো গোল করেছে এই তরুণ।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।