ইউক্রেনের সঙ্গে ড্র করে ইউরোর মূল পর্বে ইতালি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২১ নভেম্বর ২০২৩

টানা দুটি বিশ্বকাপে খেলতে না পারার লজ্জা মাথার ওপর ভর করে আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপেও কী খেলা হবে না ইতালির? এমন শঙ্কা যখন দেখা দিয়েছিলো, তখন কোনোমতে খোঁড়াতে খোঁড়াতে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করলো আজ্জুরিরা।

সোমবার রাতে জার্মানির লেভারকুসেনে ইউরো বাছাইয়ের শেষ ম্যাচ ইউক্রেনের মুখোমুখি হয় ইতালি। ইউরোয় খেলতে হলে এই ম্যাচে জয় কিংবা অন্তত ড্র প্রয়োজন ছিল ইতালিয়ানদের।

শেষ পর্যন্ত সেটাই করতে সক্ষম হলো লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেই ইউরোয় নাম লেখালো তারা। ইউক্রেনকে খেলতে হবে প্লে-অফে।

‘সি’ গ্রুপে ৭ ম্যাচ শেষে সমান ১৩ পয়েন্ট করে নিয়ে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমেছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও গোল ব্যবধানে এগিয়ে ছিলো তারাই। ৮ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট হলো সমান ১৪ করে। গোল ব্যবধানেই ইউরোর মূল পর্বে উঠলো ইতালি।

২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে আগেই ইউরোয় নাম লিখেছিলো ইংল্যান্ড। মূলত গত অক্টোবরে ওয়েম্বলিতে ইতালিকেই ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরোয় খেলা নিশ্চিত করেছিলো ইংলিশরা।

মাঠে নামার আগেই ইউক্রেনের চেয়ে এগিয়েছিলো ইতালিয়ানরা। কারণ, কখনোই ইউক্রেনিয়ানদের কাছে পরাজিত হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার ম্যাচেও ইউক্রেন পেনাল্টির দারুণ সুযোগ পেয়েছিলো। মাইখাইলো মাদ্রিককে বক্সের মধ্যে ফাউল করার কারণে পেনাল্টির জোরালো আবেদন করেছিলো ইউক্রেনের ফুটবলাররা। কিন্তু রেফারি সে আবেদনে কান দেননি।

তবে, ইউক্রেন এখনও আশা হারায়নি। টানা চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আগামী মার্চে মাঠে নামবে তারা। বৃহস্পতিবার নিওনে অনুষ্ঠিতব্য ড্র’য়ের মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারণ হবে ইউক্রেনের।

ম্যাচের পর ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘ইউক্রেন দুর্দান্ত ফুটবল খেলেছে। তারা আমাদের জন্য কঠিন সময় তৈরি করেছিলো। তবে আমরাও ভালো ফুটবল খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে। অনেকগুলো ভালো সুযোগ পেয়েছি; কিন্তু কাজে লাগাতে পারিনি।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।