লেবানন ম্যাচকে ‘ফাইনাল’ বললেন জামাল ভূঁইয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩২ পিএম, ২০ নভেম্বর ২০২৩

গ্রুপে অস্ট্রেলিয়া থাকায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের লক্ষ্য লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে ভালো রেজাল্ট করা। সে লক্ষ্য পূরণ করতে হলে এই দুই দলের বিপক্ষেই পয়েন্ট নিতে হবে জামাল ভূঁইয়াদের।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সে লক্ষ্যের কথাই বললেন অধিনায়ক। ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লেবাননের। ৭৯ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই খেলবে।

জামাল বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে ম্যাচ খেলে তিন দিন আগে এসেছি। রিকভারির চেষ্টা করেছি। সবাই আলোচনা করেছি প্রথম ম্যাচ নিয়ে। তবে মেলবোর্নের ম্যাচ এখন আমাদের মাথায় নেই। আমাদের চোখ সামনে। এখনো ৫ ম্যাচ বাকি। আমি মনে করি, লেবাননের বিপক্ষে ম্যাচ থেকে আমরা পয়েন্ট নিতে পারি। লেবাননের বিপক্ষে আমরা আগেও খেলেছি। তারা আমাদের চেয়ে ওপরে, তবে এত দূরে না। আমরা প্রস্তুত। সবাই চেষ্টা করবো মঙ্গলবারের ম্যাচে ভালো করতে।’

এই মাঠেই ১৭ অক্টোবর মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। সেই মাঠেই এবার প্রতিপক্ষ লেবানন। হোম গ্রাউন্ড বাংলাদেশকে কতটা সুবিধা পেতে পারে?

‘আমরা এখানে মালদ্বীপকে হারিয়েছি। তবে বাংলাদেশ ও লেবান দুই লেভেলের দল। এটা কঠিন ম্যাচ হবে। তবে আমার বিশ্বাস আছে ভালো কিছু করার। এখন পর্যন্ত মানুষ আলোচনা করছে হয়ে যাওয়া ম্যাচটি নিয়ে। তবে আমাদের ফোকাস লেবাননের বিপক্ষে ম্যাচে। অস্ট্রেলিয়ার ম্যাচের আগেও কোচ আমাদের বলেছিলেন- লেবাননের বিপক্ষে ম্যাচকে টার্গেট করতে হবে। তাই কালকের ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। কাল যদি আমরা জিততে পারি তাহলে আগামী কয়েক মাস আমরা দ্বিতীয় স্থানে থাকতে পারবো। তখন কেউ অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ নিয়ে আর কথা বলবে না। এসব আমাদের মাথায় আছে। কোনো অজুহাত নয়, কালকের ম্যাচে আমাদের ভালো করতে হবে’- বলছিলেন জামাল ভূঁইয়া।

মেলবোর্নে বড় হারের পর ঘরের মাঠে জয়ের প্রত্যাশা। সেটা কোনো চাপ কি না জানতে চাইলে জামাল ভূঁইয়া বলেন, ‘দেখুন ৭ গোল খেয়েছি। অবশ্যই কষ্ট। সবারই কষ্ট লেগেছে। তবে এখন আমাদের সব দৃষ্টি লেবানন ও ফিলিস্তিনের দিকে। ওরা আমাদের চেয়ে অস্ট্রেলিয়ার মতো দূরে না। এই দুই দলের বিপক্ষে যদি পয়েন্ট নিতে পারি তাহলে আগের ম্যাচের কথা আলোচনায় থাকবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। তবে অন্য দুই দলের বিপক্ষে সেটা করতে পারবো।’

ঘরের মাঠে খেলতে নামবেন। জিততে চান। এটা কোনো চাপ হবে কি না? জামাল ভূঁইয়া বলেন, ‘আমি মনে করি, প্রতিটি ম্যাচেই আমরা চাপে আছি। আমরা আজকেও লেবানন দল নিয়ে বিশ্লেষণ করেছি। ওদের শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করেছি। আমরা সাফে লেবাননের বিপক্ষে খেলেছি। তবে এটা ভিন্ন একটা ম্যাচ। তাই চাপতো থাকবেই।’

আরআই/এমএমআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।