দুই ব্রাজিলিয়ানের গোলে ভারতের মোহনবাগানকে হারালো কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

এএফসি কাপের গ্রুপপর্ব টপকানোর সম্ভাবনা তৈরি করতে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ঘরের মাঠে খেলা বলে সেই আত্মবিশ্বাস ছিল অস্কার ব্রুজনের দলের।

আজ (মঙ্গলবার) রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় নিয়ে 'ডি' গ্রুপের লড়াইয়ে দারুণভাবে ফিরে এলো বাংলাদেশের ক্লাবটি।

২৪ অক্টোবর এই মোহনবাগানকে তাদের মাটিতেই ২-২ গোলে রুখে এসেছিল কিংস। হোম ম্যাচের জয়ে ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলে কিংস উঠে এলো মোহনবাগানের সঙ্গে যৌথভাবে শীর্ষে।

১১ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ভারতীয় ক্লাবটি। ৪৪ মিনিটে ব্রাজিলের মিগুয়েলের গোলে সমতা এনে বিরতিতে যায় কিংস। ৮০ মিনিটে আরেক ব্রজিলিয়ান ও অধিনায়ক রবসন রবিনহো গোল করে লিড এনে দেন দলকে। ওই লিড ধরে রেখে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

গত ২ অক্টোবর এই মাঠে আরেক ভারতীয় ক্লাব ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল কিংস।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।