জামালের এক ব্রাজিলিয়ানের ঝড়ে তছনছ ব্রাদার্স

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

এক মৌসুম পর শীর্ষ ফুটবলে ফেরা ব্রাদার্স ইউনিয়ন সবার আগে বিদায় নিলো স্বাধীনতা কাপ থেকে। প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে ২-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে পরাজয় ৪-০ ব্যবধানে।

সোমবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফ্ডিার হিগোর রদ্রিগেজের ঝড়ে তছনছ হয়েছে কমলা জার্সিধারীরা।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন হিগোর। গোল করিয়েছেন। তার ঝলকে এক ম্যাচ জিতেই মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ধানমন্ডির ক্লাবটি। দুই অর্ধে দুটি করে গোল করে মৌসুমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

জামালের জয়ে পুলিশের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে। ২ নভেম্বর গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে পুলিশকে, ড্র করলেই চলবে শেখ জামালের।

১১ মিনিটে গোলের খাত খোলেন হিগোর রদ্রিগেজ। ৩৬ মিনিটে ফ্রিকিক থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন কলোম্বিয়ার ভ্লাদিমির। ৭৩ মিনিটে হিগোরের পাস থেকে জামালের চতুর্থ গোল করেন সাজ্জাদ।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।