‘কখনো ভাবিনি আবাহনীর মতো দলের অধিনায়ক হবো’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারা আবাহনী নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন কোচ ও ম্যানেজার বদল করে। শুক্রবার গোপালগঞ্জে স্বাধীনতা কাপে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে আকাশী-নীলরা। শুরুর ম্যাচে জিতেছে ২-০ গোলে।

ওই ম্যাচে আরেকটি চমক ছিল অধিনায়ক। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে আবাহনীর টিম ম্যানেজমেন্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় খানকে। ২১ বছর বয়সী হৃদয় নিজেই অবাক হয়েছেন এত বড় দায়িত্ব পাওয়ার পর।

জাগো নিউজ: আরেকটি মৌসুম শুরু করলেন আবাহনীর জার্সিতে। স্বাধীনতা কাপ শুরু হলো আপনার অধিনায়কত্বে। কেমন লাগছে?

হৃদয় খান: অবশ্যই ভালো লাগছে। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০১৮ সালে আবাহনীতে যোগ দিয়েছিলাম। এখন খেলছি সিনিয়র দলে। এবার স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি। অবশ্যই অন্যরকম অনুভূতি কাজ করছে আমার মধ্যে।

জাগো নিউজ: বেশ কয়েক বছর ধরে আবাহনীর সিনিয়র দলে খেলছেন। কখনো ভেবেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড পড়তে পারবেন?

হৃদয় খান: আবাহনীর মতো এত বড় দলের অধিনায়কের দায়িত্ব পাবো তা আমি কখনো ভাবিনি। এটা আমার জন্য বড় পাওয়া।

জাগো নিউজ: কখন জেনেছিলেন যে, মৌসুমের প্রথম ম্যাচেই আপনাকে অধিনায়কত্ব করতে হবে? আগে থেকে বলেছিলেন কোচ বা ম্যানেজমেন্টের কেউ?

হৃদয় খান: না। আগে থেকে কেউ আমাকে কিছু বলেননি। প্রথম ম্যাচে মাঠে খেলতে নামার আগে আমাকে বলা হয়েছিল। আমি অবাক হয়েছিলাম।

জাগো নিউজ: আগে কখনো কোনো দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন?

হৃদয় খান: না। আমি আগে কখনো এই দায়িত্ব পালন করিনি।

জাগো নিউজ: আপনার জন্মতো নারায়নগঞ্জে। তো ক্যারিয়ার শুরু নিয়ে যদি কিছু বলেন।

হৃদয় খান: আমার ফুটবলে হাতেখড়ি নারায়নগঞ্জের রেইনবো একাডেমিতে। এরপর আমি পাইওনিয়ার লিগ খেলি জুরাইন ফুটবল একাডেমির জার্সিতে। তারপর তৃতীয় বিভাগ রেইনবো এসসি, দ্বিতীয় বিভাগ পূর্বাচল পরিষদ। এরপর প্রথম বিভাগ ফ্রেন্ডস সোশ্যাল অর্গানাইজেশন হয়ে আবাহনীতে।

জাগো নিউজ: আপনি জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। কবে জাতীয় দলে অভিষেক হয়েছিল এবং এ পর্যন্ত কতগুলো ম্যাচ খেলেছেন?

হৃদয় খান: ২০২১ সালে শ্রীলংকায় চারজাতি টুর্নামেন্টে সিশেলসের বিপক্ষে আমার অভিষেক। এ পর্যন্ত আমি জাতীয় দলের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছি।

জাগো নিউজ: ধন্যবাদ।

হৃদয় খান: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।