এএফসি কাপে রাতে মুখোমুখি বসুন্ধরা কিংস-মোহনবাগান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

দুই ম্যাচে এক হার, এক জয়। বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন এখন চ্যালেঞ্জের মুখে। পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জন্য।

আজ (মঙ্গলবার) রাতে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের প্রতিপক্ষ ভারতের জায়ান্ট মোহনবাগান। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও মোহনবাগানের ম্যাচটি শুরু হবে রাত ১০ টায়।

বিজ্ঞাপন

ভারতের জায়ান্ট মোহনবাগান 'ডি' গ্রুপের শীর্ষে আছে দুই ম্যাচ জিতে। তারা নিজ দেশের ক্লাব ওড়িশা এফসিকে ৪-০ গোলে হারানের পর দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিরুদ্ধে। শতভাগ জয় নিয়ে শীর্ষে থাকা দলটি টানা তিন মাচ খেলতে যাচ্ছে ঘরের মাঠে। এ ম্যাচ জিতলে গ্রুপসেরা হওয়ার দৌড়ে বেশ এগিয়ে থাকবে তারা।

বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। তারা মিশন শুরু করেছিল মালদ্বীপের মালে থেকে। কিন্তু প্রথম ম্যাচে কিংস ৩-১ গোলে হেরে যায় মাজিয়ার কাছে। যদিও ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছিল ভারতের ক্লাব ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোহনবাগানের বিপক্ষে এখনো জিততে পারেনি বসুন্ধরা কিংস। এএফসি কাপে আগের দুইবার মুখোমুখি হয়ে কিংস একটি ড্র করেছে ১-১ গোলে এবং একটি হেরেছে ৪-০ গোলে। প্রতিপক্ষের মাটিতে খেলতে নেমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা অধরা জয়টা পাবে কিনা সেটাই দেখার।

এই ম্যাচ খেলতে ভারত যেতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। বিলম্বে ভিসা পাওয়ায় কিংস শনিবার নির্ধারিত সময়ে চেয়ে দুই দিন পর তারা ভেন্যুতে গেছে। যে কারণে ভারতে গিয়ে অনুশীলন না করেই রাতে খেলতে নামতে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচটি।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।