বিশ্বকাপ বাছাই ফুটবল

প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার জয়

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৮ অক্টোবর ২০২৩

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অবশেষে জয়ের দেখা পেয়েছে প্যারাগুয়ে। অন্যদিকে হারের বৃত্তে এখনো ঘুরপাক খাচ্ছে বলিভিয়া। গতকাল রাতে নিজেদের মাঠের খেলায় বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের বাছাই পর্বে প্রথম জয়ের মুখ দেখেছে প্যারাগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন সানাব্রিয়া। ৬৯ মিনিটে তার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বলিভিয়ার পক্ষে এ গোল পরিশোধ করা সম্ভব হয়নি।

এ ম্যাচে জয়ের ফলে চার ম্যাচ শেষে প্যারাগুয়ের পয়েন্ট চার। চার ম্যাচের একটিতে তারা জয় পেয়েছে। দুই ম্যাচে হেরেছে, এক ম্যাচে ড্র। বলিভিয়া এখনো কোনো পয়েন্টর দেখা পায়নি।

এদিকে রাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে ভেনেজুয়েলা ৩-০ গোলে হারায় চিলিকে। জয়ী দলের হয়ে গোল করেছেন সোটেলডন, রোনডোন ও মাচিস। সোটেলডন প্রথমার্ধের ইনুজরি সময়ে গোল করেন। অন্য গোল দুটো হয় দ্বিতীয়ার্ধে।

এ ম্যাচে জয়ের ফলে চার ম্যাচ থেকে ভেনেজুয়েলার পয়েন্ট ৭। সমসংখ্যক ম্যাচ থেকে চিলির সংগ্রহ চার পয়েন্ট।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।