চ্যাম্পিয়ন্স লিগ জয় এখন সহজ হয়ে গেছে: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় কতটা কঠিন, তা ইউরোপের যে সব শীর্ষ দল এখনও জিততে পারেনি, তারা ভালোভাবেই জানে। যেমন পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিও জানতো এই শিরোপাটা জয় করা কঠিন। কিন্তু তাদের চিন্তাধারায় পরিবর্তন এনে দিয়েছে গত মৌসুম।

ইস্তাম্বুলে ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা প্রথমবারের মত জয় করে ম্যানসিটি। শুধু তাই নয়, প্রথমবারেরমত ট্রেবল শিরোপাও ঘরে তুলে নেয় তারা।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করার পর এখন দলটির কোচ গার্দিওলা মনে করছেন, আরে এতো এত কঠিন কোনো কাজ নয়। সহজই। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করা এখন অনেক সহজ হয়ে গেছে ম্যানসিটির কাছে।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আজ নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে টেন ১।

‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়, এই মৌসুমে সিটির পক্ষে শিরোপা ধরে রাখা কী সম্ভব হবে? গার্দিওলা বলেন, ‘এটা আশা করি খুব সহজ হবে। প্রথমবার এই শিরোপাটা জয় সত্যিই খুব কঠিন। এটা ছিল আমাদের জন্য অসাধারণ। তবে এটা শুধু একবারই।’

তবে চ্যাম্পিয়ন্স লিগ আরেকবার জয় করা যতটা সহজ ভাবছেন গার্দিওলা, তার দলের ফুটবলাররা ততটা সহজ মনে করছেন না। তাদের কথা জানিয়ে গার্দিওলা বলেন, ‘আগামীকাল (আজ) হলো প্রথম পদক্ষেপ। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, তিনটি পূর্ণ পয়েন্ট অর্জন করা।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা রিলাক্স অনুভব করছেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয় করা অবশ্যই অসাধারণ একটি কাজ। কিন্তু কয়টি ক্লাব মাত্র একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে? অনেকগুলো ক্লাব।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।