ডেম্বেলে পিএসজিতে যাবে শুনে খুবই হতাশ কোচ জাভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২৩

উসমান ডেম্বেলে বার্সেলোনা ছেড়ে যেতে চান পিএসজিতে। নিজেই প্যারিসে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ফরাসী এই তারকা। উসমান ডেম্বেলের এমন ইচ্ছার কথা শোনার পর যারপরনাই হতাশ হয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

বার্সেলোনা এবং পিএসজির মধ্যে এরই মধ্যে উসমান ডেম্বেলের ট্রান্সফারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, ডেম্বেলের ট্রান্সফার। প্রায় ৫০ মিলিয়ন উইরোর বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ডেম্বেলের পিএসজিতে যাওয়ার বিষয়ে।

উসমান ডেম্বেলের পিএসজিতে যাওয়ার ইচ্ছার কথা শুনে নিজের হতাশার কথা জানিয়ে কাতালান টেলিভিশনকে জাভি বলেন, ‘আমি অনেকটাই হতাশ। তিনি আমাদের জানিয়েছেন যে, তিনি পিএসজিতে যেতে চান। আমরা চেষ্টা করেছি তাকে ধরে রাখার জন্য। কিন্তু এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আমাদে জানিয়েছেন যে, এরই মধ্যে পিএসজি কোচ লুইস এনরিকে এবং মালিক নাসের আল খেলাইফিকে কথা দিয়ে ফেলেছেন।’

ডেম্বেলেকে বোঝানোর চেষ্টা করেছেন জাভি। কিন্তু বোঝাতে সক্ষম হননি। বার্সা কোচ বলেন, ‘তাকে আর কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। কোনো রাস্তাই নেই আর। এটাই চূড়ান্ত এবং এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। পিএসজি তার জন্য একটা প্রস্তাব এরই মধ্যে দিয়ে ফেলেছে। যার পুরোপুরি বাজার দরের বাইরে। আমরা এর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম নই।’

২৬ বছর বয়সী ডেম্বেলে ২০২২ সালেই বার্সা ছাড়তে চেয়েছিলেন। একটা সময় বার্সার স্পোর্টিং ডিরেক্টর মাতেও অ্যালামোনি তাকে নতুন কোনো ক্লাব খুঁজে নিতে বলেছিলেন। কিন্তু জাভি তাকে ধরে রাখেন এবং বার্সার সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করান।

ডেম্বেলের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বার্সার। তার রিলিজ ক্লজ হচ্ছে ৪০ মিলিয়ন ইউরো। ৩১ জুলাই পর্যন্ত এই ক্লজ ছিল। তবে, ১ আগস্ট এই রিলিজ ক্লজ হয়ে যায় ডাবল, ১০০ মিলিয়ন ইউরো। তবে, ডেম্বেলে বার্সার সঙ্গে চুক্তিতে উপনীতি হওয়াতেই তার ট্রান্সফারের বিষয়ে এখন আলোচনা শুরু করা গেছে।

জাভি বলেন, ‘তাকে ধরে রাখতে না পারাটা আমাদের জন্য লজ্জার। তার জন্য আমরা সর্বোচ্চ যত্নের ব্যবস্থা করেছি। কিন্তু কোনো কিছু দিয়েই তাকে ধরে রাখতে পারিনি।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।