‘আমরা জাপানের মতো দলের বিপক্ষেই খেলতে চাই'

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৩ আগস্ট ২০২৩

এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলতে গিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল পড়ছে জাপানের মতো শক্তিশালী দলের সামনে। ফিফা র‌্যাংকিংয়ে ১১ ও এশিয়ার ২ নম্বরে থাকা দলটি ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম। এ দলটি রয়েছে এশিয়ার পাঁচ নম্বরে। অন্য প্রতিপক্ষ নেপাল।

এশিয়ান গেমসের জন্য নতুন কোচ সাইফুল বারী টিটুর অধীনে মঙ্গলবার শুরু হয়েছে নারী ফুটবল দলের প্রস্তুতি। এশিয়াডের জন্য নিজেদের প্রস্তুতি ও সম্ভাবনার কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

জাগো নিউজ: এই প্রথম এশিয়ান গেমসে খেলবেন। আপনার অনুভূতি কেমন?

সাবিনা খাতুন: অনুভূতি অবশ্যই ভালো। কারণ, আমরা প্রথম এই লেভেলে ফুটবল খেলতে যাচ্ছি।

জাগো নিউজ: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলতি বিশ্বকাপে অংশ নেওয়া জাপান ও ভিয়েতনাম পড়েছে বাংলাদেশের গ্রুপে। দুটি দলের বিপক্ষে প্রথম খেলতে নামবেন। চ্যালেঞ্জটা কেমন মনে করেন?

সাবিনা খাতুন: চ্যালেঞ্জের চেয়ে বড় কথা হলো জাপান ও ভিয়েতনামের মতো দলের বিপক্ষে আমাদের নতুন অভিজ্ঞতা হবে। আমি চাই জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে। কারণ, তাদের যে লেভেল তাতে এমন দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য সম্মানের।

জাগো নিউজ: নেপালও আছে একই গ্রুপে। গ্রুপে শেষ পর্যন্ত কত নম্বরে থাকতে পারবেন বলে মনে করেন?

সাবিনা খাতুন: আমরা তো অবশ্যই চেষ্টা করবো ভালো করার। নেপালকে হারাতে পারলে ভালো করার সম্ভাবনা থাকবে। বাকিটা আল্লাহ ভরসা।

জাগো নিউজ: এশিয়ান গেমসের প্রস্তুতি তো শুরু হয়ে গেলো। গেমসের আগে কোনো প্রস্তুতি ম্যাচের চাহিদা আছে আপনাদের?

সাবিনা খাতুন: অবশ্যই। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ দরকার আছে। আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই।

জাগো নিউজ: জাপান একবারের বিশ্ব চ্যাম্পিয়ন। চলতি বিশ্বকাপেও উঠে গেছে নকআউট পর্বে। এই দলের বিপক্ষে খেললে কেমন অভিজ্ঞতা হবে?

সাবিনা খাতুন: জাপান শুধু এশিয়ারই নয়, বিশ্বেরও ওপরের সারির দল। এমন দলের বিপক্ষে খেললে আমাদের নতুন অভিজ্ঞতা হবে।

জাগো নিউজ: ধন্যবাদ আপনাকে।
সাবিনা খাতুন: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।