নতুন মৌসুমে ৬ বিদেশি ফুটবলার
বিদেশি ফুটবলারের কোটা একজন বাড়িয়ে নতুন ফুটবল মৌসুমে দলবদলের সময় ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি।
সোমবার কমিটি আগামী মৌসুমের জন্য ৬ বিদেশি নিবন্ধন এবং আগের মতো ৪ জন খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল (মঙ্গলবার) শুরু হবে দলবদল। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
শেষ হওয়া মৌসুমে একটি ক্লাব ৫ বিদেশি নিবন্ধন করতে পেরেছে। খেলতে পেরেছে ৪ জন। বিদেশি নিবন্ধনের কোটা একজন বাড়ানোর কারণে মোট খেলোয়াড় নিবন্ধন ৩৫ থেকে ৩৬ জন করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে দেখা করে যে দাবিগুলো করেছিল, তার একটি ছিল মোট খেলোয়াড় রেজিস্ট্রেশন কোটা বাড়ানো।
সভা শেষে পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন, ‘আজ লিগ কমিটির সভা ছিল। ঠিকঠাকমতো হয়েছে সবকিছু। শেষ হওয়া লিগের পয়েন্ট তালিকা অনুমোদন হয়েছে। ১ আগস্ট থেকে নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছি। যেন দলবদল করতে পারে সবাই। দলবদল চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।’
ফেডারেশন কাপ ফুটবলে আগামীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও সভা শেষে জানিয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। ফেডারেশন কাপে গত বছর তিনটা ভেন্যু ছিল। এবার বসুন্ধরা কিংস এরেনা যোগ হবে। অর্থাৎ আগামী ফেডারেশন কাপ হবে চার মাঠে।
স্বাধীনতা কাপে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডগুলোকে আমন্ত্রণ জানাবে বাফুফে। ২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুমের ফুটবল মাঠে গড়াবে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অবনমন হওয়ার পর তারা বাফুতে আবেদন করেছে প্রিমিয়ার লিগে থেকে যাওয়ার। এ বিষয়ে এই সভায় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক।
আরআই/এমএমআর/এমএস