বিদেশি কোটা কমানোর দাবি নাকচ কাজী সালাউদ্দিনের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৫ জুলাই ২০২৩

বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে আজ (মঙ্গলবার) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছেন বেশ কয়েকজন সাবেক ফুটবলার। সংগঠনটি কয়েকটি দাবিসহ একটি স্মারকলিপিও দিয়েছে বাফুফে সভাপতিকে। যার প্রধান দাবি ছিল, ঘরোয়া ফুটবলে বিদেশি কোটা কমানো।

শেষ হওয়া মৌসুমে একটি ক্লাব পাঁচজন বিদেশি নিবন্ধন করতে পেরেছে। মাঠে খেলতে পেরেছেন চারজন। এবার নিবন্ধন ৫ থেকে ৬ জন করার চিন্তাভাবনা আছে বাফুফের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে খেলার সুবিধার্থে বাইলজে এই পরিবর্তন আনার কথা ভাবছে বাফুফে।

খেলোয়াড় কল্যাণ সমিতির দাবি ছিল বিদেশি নিবন্ধন চারজন করার। খেলতে পারবেন তিনজন। বাফুফে সভাপতি এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি নিবন্ধন ৫ থেকে বেড়ে ৬ জন করা হবে কিনা সে সিদ্ধান্ত হবে লিগ কমিটির সভায়।

তবে নিবন্ধন বাড়লেও খেলতে পারবেন বর্তমান নিয়ম অনুযায়ী চারজনই। এমনকি বিদেশির বদলি হিসেবে আরেকজন বিদেশি খেলানো হবে না-সাবেক ফুটবলারদের এ নিশ্চয়তাও দিয়েছেন বাফুফে সভাপতি।

ফিফা ও এএফসির নিয়মের বিষয়টি খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তাদের বুঝিয়েছেন বাফুফে সভাপতি। খেলোয়াড়রা বাফুফে সভাপতির যুক্তি মেনে নিয়েই খুশি মনে বাফুফে ভবন ত্যাগ করেছেন।

ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আরেকটি দাবি ছিল বাফুফের সাধারণ পরিষদে তাদের কাউন্সিলরশিপ প্রদান। বাফুফে সভাপতি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, তাদের এ দাবির বিষয়টি তিনি সাধারণ সভায় তুলবেন।

ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ইমতিয়াজ আহমেদ নকীব, গোলাম গাউস, শহিদ হোসেন হোসেন, বিপ্লব ভট্টাচার্য্য, জাহিদ হাসান এমিলি ও মো. হোসেনসহ আরো ফুটবলাররা উপস্থিত ছিলেন।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।