এশিয়ান গেমস ফুটবল

সিনিয়র কোটায় জামাল-ইব্রাহিম-মুরাদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ জুলাই ২০২৩

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলের জন্য ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান গেমস ফুটবলে খেলে থাকে অনূর্ধ্ব-২৩ দল। সিনিয়র কোটায় অংশ নিতে পারেন তিনজন। এবার সিনিয়র কোটায় আছেন জাতীয় দলের অধিনায়ক ও শেখ রাসেলের মিডফিল্ডার জামাল ভূঁইয়া, শেখ রাসেলের ফরোয়ার্ড মো. ইব্রাহিম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকার কারণে জাতীয় দলে কোনো খেলোয়াড় ছাড়েনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত এশিয়ান গেমসে জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ।

এবার এশিয়ান গেমসের ডিসিপ্লিন নির্ধারণের সময় পুরুষ ফুটবল দল বাদ দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ নিয়ে বিওএ কঠিন সমালোচনার মুখে পড়লে পরে পুরুষ দলকে অন্তর্ভূক্ত করে।

এশিয়ান গেমসের দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন।
রক্ষণভাগ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ।
মধ্যমাঠ: আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রবিউল হাসান, মো. ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।