সাবিনাদের ‘বোনাস’ দিলেন কাজী সালাউদ্দিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ জুলাই ২০২৩

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার আগে আজ (শনিবার) দুপুরে সাবিনাদের উৎসাহ দিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বাফুফে সভাপতি খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন, পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাস দিয়েছেন।

আগামীকাল (রোববার) নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবেন সাবিনা-কৃষ্ণারা। এর আগে বৃহস্পতিবার প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

সাবিনার গোলে বাংলাদেশ ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। তবে ইনজুরি সময়ে রক্ষণের দুর্বলতায় গোল হজম করলে জয়বঞ্চিত হয় বাংলাদেশ।

নেপালের বিপক্ষে এই সিরিজ দিয়ে নারী ফুটবল দল দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে। বাংলাদেশ এর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছর ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।