কোচ গ্যালতিয়েরকে বরখাস্ত করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৬ জুন ২০২৩

প্রধান কোচ ক্রিস্টোফে গ্যালতিয়েরকে আর রাখা হবে না - এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর আশা নিয়ে গ্যালতিয়েরকে নিয়োগ দিয়েছিলো পিএসজি কর্মকর্তারা। কিন্তু এক ফ্রেঞ্চ লিগ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। লিগ ওয়ানও জিততে অনেক কষ্ট করতে হয়েছে পিএসজিকে।

তবে, শেষ পর্যন্ত গ্যালতিয়েরের ভবিষ্যৎ নির্ধারণ করে দিলো প্যারিস সেন্ট জার্মেই কর্মকর্তারা। তাকে বরখাস্ত করা হয়েছে। পিএসজি সূত্রের বরাত দিয়ে এ খবর পরিবেশন করেছে ইএসপিএন।

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় পিএসজি। ফ্রেঞ্চ লিগ খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতার পরও আর গ্যালতিয়েরের ওপর আস্থা রাখতে পারেনি পিএসজি ক্লাব কর্তৃপক্ষ।

ইএসপিএন জানাচ্ছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস মঙ্গলবার রাতেই গ্যালতিয়েরকে বরখাস্তের খবর জানিয়ে দেয়।

এদিকে আগেই খবর রটেছে, পিএসজি বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হুলিয়ান নাগেলসম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।