প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ম্যারাডোনার ক্লাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ক্যারিয়ারে শেষ যে ক্লাবে কোচিং করিয়েছিলেন, সেই আর্জেন্টাইন ক্লাবের নাম ‘লা প্লাতা জিমনেসিয়া’।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির প্রাচীন এই ক্লাবটি বাংলাদেশে আসবে দুটি প্রীতি ম্যাচ খেলতে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টাইন ক্লাবটি।

প্রথমে বাংলাদেশের ক্লাবটিকে আর্জেন্টিনা সফরের আমন্ত্রণ জানিয়েছিল জিমনেসিয়া। তবে শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে আর্জেন্টিনার ক্লাবটিকে প্রথমে আতিথেয়তা দেওয়ার।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্পাদক ফয়েজুর রহমান শনিবার জাগো নিউজকে জানিয়েছেন, ‘জিমনেসিয়া ক্লাবটি সেপ্টেম্বরে ঢাকায় আসবে। আমরা দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলবো বসুন্ধরা কিংস এরেনায়। তবে ম্যাচ দুটি সেপ্টেম্বরের ঠিক কোন কোন তারিখে হবে তা এখনও ঠিক হয়নি।’

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আর্জেন্টাইন ট্রেইনার অ্যারিয়েল কোলম্যানও দুই দেশের দুই ক্লাবের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি সমন্বয় করেছেন। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে দুই ক্লাবই দুই দেশ সফর করতে পারে। প্রথমে আর্জেন্টিনার ক্লাব আসবে, পরে সেখানে যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।’

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুটি জার্সির একটি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির মতোই। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জার্সি দেখেই নাকি আর্জেন্টিনার ক্লাবটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ম্যাচ খেলার প্রস্তাব দেয়।

১৩৫ বছরের পুরোনো এই ক্লাবটি ম্যারাডোনার কোচিং করানো শেষ ক্লাব। ম্যারাডোনা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর লা প্লাতা জিমনেসিয়া ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছিলেন। ২০২০ সালে ২৫ নভেম্বর মৃত্যুর আগ পর্যন্ত ওই ক্লাবের কোচ ছিলেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করানোর মহানায়ক।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।