শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানইউকে হারিয়ে জয়রথ অব্যাহত আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৩ জানুয়ারি ২০২৩

এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা ১ পয়েন্ট মেনে নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলো তখন। তবে ফুটবলে শেষ কয়েক সেকেন্ডেও চিত্র আমূল পাল্টে যেতে পারে, সে আশায়ও ছিল আর্সেনাল সমর্থকরা। শেষ পর্যন্ত ঘানাইয়ান বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার এডি এনকেতিয়া করে বসলেন দুর্দান্ত এক গোল। শ্বাসরূদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের এই এক গোলেই ৩-২ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখলো আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্টে টেবিলে অবস্থানের চেয়ে আর্সেনাল-ম্যানইউ এই ম্যাচটি ছিল মর্যাদার লড়াইও। শেষ পর্যন্ত ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে মুখ রক্ষা করতে পারলো গানাররা। পিছিয়ে পড়েও এমন দুর্দান্তভাবে জেতা যায়, তা দেখাতে পারলো মাইকেল আর্তেতার শিষ্যরা।

এই জয়ে নিজেদের শীর্ষস্থান অক্ষুন্নই রাখলো আর্সেনাল। ১৯ ম্যাচে তাদের অর্জন ৫০ পয়েন্ট। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ। সমানসংখ্যক পয়েন্ট নিয়েও গোল বেশি থাকার কারণে তৃতীয় স্থানে রয়েছে নিউ ক্যাসল ইউনাইটেড।

প্রথমে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন উড়তে থাকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন তিনি। ১৭তম মিনিটে ২৫ গজ দুর থেকে বুলেট গতির এক শটে আর্সেনাল গোলরক্ষক অ্যারোন রামসডেলকে পরাস্ত করেন রাশফোর্ড।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। ২৪ মিনিটেই আর্সেনালকে সমতায় ফেরান এডওয়ার্ড এনকেতিয়া। গ্রানিত শাকার ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে ম্যানইউর জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৫৩তম মিনিটে বাম উইং থেকে অনেকটা ডাইভ দিয়ে অসাধারণ এক নিচু শটে দুর্দান্ত ফিনিশিং ছিলো সাকার। ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল।

এবারও খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। মাত্র ৬ মিনিটের ব্যবধানে, ম্যাচের ৫৯তম মিনিটে ম্যানইউর আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেক অসাধারণ এক হেডে বল জড়িয়ে দেন আর্সেনালের জালে।

২-২ ব্যবধানে খেলাটি প্রায় শেষের দিকে চলে আসে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে (৯০ মিনিট) মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল পেয়ে খুব ঠাণ্ডা মাথায় ডান পাশের কর্নার দিয়ে বল জড়িয়ে দেন ম্যানইউর জালে। সে সঙ্গে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে আর্সেনাল বুঝিয়ে দিলো কেন তারা এই মৌসুমে সেরা এবং পয়েন্ট টেবিলের শীর্ষে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।