শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে সুইজারল্যান্ড-সার্বিয়া
বিশ্বকাপের ১৫টি দল এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলছে। আর একটি জায়গার জন্য লড়াই করছে ক্যামেরুন, সার্বিয়া ও সুইজারল্যান্ড। এই তিন দলের মধ্যে সুইজারল্যান্ডের কাজটা কিছুটা হলেও সহজ। কারণ, সার্বিয়ার বিপক্ষে ড্র করলে আর ক্যামেরুন জয়বঞ্চিত হলেই সুইসরা চলে যাবে নকআউট রাউন্ডে।
তবে সার্বিয়ার জন্য কাজটা কঠিনই বলা চলে। পরের রাউন্ডে যেতে হলে তাদের জয় পেতেই হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচকে ছাপিয়ে গিয়েছে দুই দলের অতীত রাজনৈতিক ইতিহাস। তাই মাঠের খেলার বাইরেও নজর থাকবে দুই দলের খেলোয়াড়দের ওপর।
সুইজারল্যান্ড একাদশ (ফরমেশন> ৪-২-৩-১): কোবেল (গোলরক্ষক), উইদমার, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, শাকিরি, শো, ভারগাস, এমবোলু।
কোচ: মুরাত ইয়াকিন
সার্বিয়া একাদশ (ফরমেশন> ৩-৪-২-১): মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, পাভলোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, কস্তিচ, লুকিচ, ভালেহোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ
কোচ: দ্রাগান স্টোকোভিচ
আরআর/এমকেআর