ফাইনালে মুখোমুখি কিংস-রাসেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২২

স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে।

আগের দিন চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৫ ডিসেম্বর কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস।

দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর গোলে ১৩ মিনিটে এগিয়ে যায় গতবারের রানার্সআপরা। ৬৫ মিনিটে রাকিব গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন। আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন ৭৩ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন।

৩ গোলেই হরতে বসেছিল পুলিশ ফুটবল ক্লাব। ইনজুরি সময়ে ভেনেজুয়েলার এডওয়ার্ড এনরিক গোল করে তাদের হারের ব্যবধান কমে ৩-১ হয়।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।