যে কারণে ইরান-ইংল্যান্ড ম্যাচে ২৭ মিনিট বেশি খেলা হলো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২২ নভেম্বর ২০২২

একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট। ইনজুরি এবং খেলোয়াড় পরিবর্তনের কারণে অতিরিক্ত কিছু সময় যোগ করা হয়, তবে সেটাও বেশিরভাগ ক্ষেত্রে দশ মিনিটের বেশি হয় না। কিন্তু গতকাল ইংল্যান্ড-ইরানের ম্যাচে অতিরিক্ত খেলা হলো ২৭ মিনিট!

সোমবার রাতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ইরান। আল খলিফা স্টেডিয়ামের ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে ইংলিশরা। ১১৭ মিনিট খেলা হয়ে ম্যাচটি গড়েছে রেকর্ড।

ম্যাচের অষ্টম মিনিটের মাথায় গোলমুখে একটা ক্রস ঠেকাতে গিয়ে ডিফেন্ডার হোসাইনির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান ইরানের গোলরক্ষক আলী রেজা। গুরুতর ছিল সে আঘাত, মাঠেই অনেকটা সময় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেননি রেজা। বদলি হিসেবে পরে মাঠে নামেন হোসেইন হোসেইনি। এর মধ্যে নষ্ট হয় প্রায় ১৫ মিনিটের মতো। তাই প্রথমার্ধ শেষে যুক্ত হয় অতিরিক্ত ১৪ মিনিট। বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম প্রথমার্ধের রেকর্ড এটি।

দ্বিতীয়ার্ধেও বড় বিরতি এসেছে খেলায়। ৭০তম মিনিটে চোট পান ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শুশ্রূষার জন্যও মাঠের খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। এছাড়া নিয়মিত পানিপানের বিরতির কারণেও এ অর্ধে অতিরিক্ত সময় লেগেছে। তাই রেফারিকে ১৩ মিনিটের অতিরিক্ত সময় দিতে হয়েছে এ অর্ধেও। সবমিলিয়ে গ্রুপ পর্বের ম্যাচ হিসেবে এটিই এখন বিশ্বকাপের দীর্ঘতম ম্যাচ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।