কাতারের সবচেয়ে পুরোনো খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০২২

মধ্য দোহা থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল রাইয়ানের সবচেয়ে প্রাচীন এবং আইকনিক স্টেডিয়ামগুলোর একটি হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ১৯৭৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপের স্বত্ব পাওয়ার সময় একমাত্র ফুটবল ভেন্যু হিসেবে পরিচিত ছিল।

যদিও তারপর এর অনেক কিছুই সংষ্কার করা হয়েছে। ২০১১ এশিয়ান কাপ ফাইনাল, লিভারপুল ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ২০১৯ ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে।

১৯৭৬ সালে গালফ কাপের আয়োজক হয়েছিল কাতার। কিন্তু তখন দেশটিতে আন্তর্জাতিকমানের কোনো স্টেডিয়াম ছিল না। তেল নির্ভর দেশটি ওই টুর্নামেন্টকে সামনে রেখে নির্মাণ করে ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কাতারের ফুটবল ঐতিহ্যের ধারক হিসেবে রূপ নেয়া মাঠটি সময়ের সাথে বহুবার সংস্কার হয়েছে। এবার বিশ্বকাপ উপলক্ষে হলো চূড়ান্ত সংস্কার।

Khalifa

১৯৭৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্য নতুন করে ২০১৭ সালে সংস্কার করা হয়। ২০ হাজার থেকে বাড়িয়ে ধারণক্ষমতা ৪০ হাজারে উন্নীত করা হয়। এই স্টেডিয়ামে এক সময় প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনাও।

ফিফা ফ্রেন্ডলি ছাড়াও ২০১১ এশিয়ান কাপ, ২০১৯ সালে অ্যাথলেটিকসের আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও বসেছে। বর্তমানে স্টেডিয়ামটির ৭০ শতাংশ সুন্দর ছাদ দ্বারা ঢেকে দেয়া হয়েছে।

এই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণকারী প্লে-অফ রাউন্ডসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২১ নভেম্বর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই ইরানের বিপক্ষে ফেবারিট ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যে সব খেলা

গ্রুপ পর্ব

১. ২১ নভেম্বর, গ্রুপ 'বি', ইংল্যান্ড-ইরান, সন্ধ্যা ৭টা
২. ২৩ নভেম্বর, গ্রুপ 'ই', জার্মানি-জাপান, সন্ধ্যা ৭ টা
৩. ২৫ নভেম্বর, গ্রুপ 'এ', নেদারল্যান্ডস-ইকুয়েডর, রাত ১০ টা
৪. ২৭ নভেম্বর, গ্রুপ 'এফ', ক্রোয়েশিয়া-কানাডা, রাত ১০ টা
৫. ২৯ নভেম্বর, গ্রুপ 'এ', ইকুয়েডর-সেনেগাল, রাত ৯ টা
৬. ১ ডিসেম্বর, গ্রুপ 'ই', জাপান-স্পেন, রাত ১ টা

দ্বিতীয় রাউন্ড

৭. ৩ ডিসেম্বর, এ-১ : বি-২, রাত ৯ টা

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।