সেনেগালের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা, ছিটকে গেলেন সাদিও মানে
ছোট দলের বড় তারকা বলা হয় তাকে। সাদিও মানেকে ঘিরেই স্বপ্ন দেখছিল সেনেগাল। মানে নিজেও কদিন আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি করার লক্ষ্য তাদের।
২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আফ্রিকার দেশটি। সেটিই বিশ্বকাপের মঞ্চে সেনেগালের সেরা পারফরম্যান্স। আরও একবার বিশ্বকে চমকে দিতে চেয়েছিলেন মানে, মনে ছিল বড় স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্য, তিনি নিজেই থাকতে পারবেন না সেরাদের মঞ্চে।
সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক ১৩ দিন আগে চোট পেয়েছেন ফরোয়ার্ড সাদিও মানে। মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকার।
খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান। তখনই যেন আন্দাজ করতে পেরেছিলেন, বড় রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ হতাশ হয়ে মাঠেই উদাসীনভাবে বসে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন মানে। শেষ পর্যন্ত ওই চোটই ছিটকে দিলো কাতার বিশ্বকাপ থেকে।
সেনেগাল এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। মানের চোটের যা পরিস্থিতি, তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ফলে মানের মতো তারকাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হবে সেনেগাল কোচকে।
কাতার বিশ্বকাপে গ্রুপ এ’তে রয়েছে সেনেগাল। একই গ্রুপে রয়েছে আয়োজক কাতার, ইকুয়েডর, এবং নেদারল্যান্ডস।
এমএমআর/এএসএম